আরও ভয়ঙ্কর হচ্ছে কুশিয়ারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে,   ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জের কুশিয়ারা নদী প্রতিনিয়ত ভয়ঙ্কর হয়ে উঠছে। কুশিয়ারা নদীর তীরবর্তী বাসিন্দাদের আতঙ্ক বেড়েই চলেছে। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। 

সোমবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কুশিয়ারার নদীতে প্রতি তিন ঘণ্টায় ১ সেন্টিমিটার করে পানি বাড়ছে। ইতোমধ্যে কুশিয়ারা পাড়ের বাড়িঘরে পানি প্রবেশ করায় সেখানের বাসিন্দাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।  

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563177397716.jpg
নদী ভাঙন রোধে বালির বস্তা দেওয়া হচ্ছে

 

গতকাল রোববার (১৪ জুলাই) কুশিয়ারা নদীর জামারগাঁও রাধাপুর 'কুশিয়ারা ডাইক' অংশে ভেঙে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতি হয়েছে কয়েক হাজার একক ফসলি জমির। সেখানে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বাঁধ মেরামতের চেষ্টা করছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563177520316.jpg
বস্তা দিয়ে বাঁধ দেওয়া হয়েছে 

 

কুশিয়ারা নিয়ে আতঙ্ক থাকলেও হবিগঞ্জ শহরের বুক দিয়ে বয়ে চলা খোয়াই নদী নিয়ে স্বস্তিতে রয়েছে শহরবাসী। খোয়াই নদীর পানি কখনো বৃদ্ধি পাচ্ছে, আবার কখনো কমছে। বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি শেষে আবার কমতে শুরু করে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563177457301.jpg
শহরের ভিতর দিয়ে বয়ে চলা খোয়াই নদী

 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম বলেন, 'খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করা হয়েছে। খোয়াই নিয়ে শহরবাসীর দুশ্চিন্তার কোন কারণ নেই। তবে কুশিয়ারা নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সেখানে সার্বক্ষণিক আমাদের কর্মকর্তারা বাঁধ সংস্কারের কাজ করছেন।'

এদিকে, রোববার সন্ধ্যা থেকে হবিগঞ্জের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রাতভর কখনো ভারি বর্ষণ আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 

আরও পড়ুন:

কুশিয়ারা বাঁধে ভাঙন, ৫০ গ্রাম প্লাবিত