দুদকের অভিযানের আগেই পালিয়ে গেল দালালরা
সেবা নিতে আসা গ্রাহকের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদকে) টিম অভিযানে যাওয়ার আগেই পাসপোর্ট অফিসের দালালরা পালিয়ে যায়।
রোববার (১৪ জুলাই) দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত এক অভিযোগের প্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক জাকারিয়া হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আঞ্চলিক পাসপোর্ট অফিস কুষ্টিয়া দালালদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালায়। তবে অভিযানের পূর্বেই পাসপোর্ট অফিসের দালালরা পালিয়ে যায়।'
কুষ্টিয়া পাসপোর্ট অফিসের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, ব্যাংকে টাকা জমা দেওয়ার রশীদ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ ফরম জমা দেয়ার সময় ঘুষ না দিলে নানান অজুহাতে হয়রানি করা হচ্ছে তাদের।
পাসপোর্ট করতে আসা রিয়াজুর রহমান বলেন, 'ফরমের সঙ্গে সংযুক্ত করা কাগজে সত্যায়িত না থাকায় জমা নেওয়া যাবে না। তবে সেখানে থাকা এক আনসার সদস্যের নির্দেশনায় মূল ফটকের বাইরে থেকে দালালের মাধ্যমে সত্যায়িত করা হয় মাত্র দুইশ টাকার বিনিময়ে।'
অনেকেই অভিযোগ করে বলেন, 'বিভিন্ন অজুহাতে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন পাসপোর্ট প্রত্যাশীরা। আর ঘুষ দিলে সকল অবৈধ- বৈধ হয়ে যাচ্ছে এখানে। বাসায় পৌঁছে যাচ্ছে পাসপোর্ট। সরাসরি ঘুষ নেওয়া হয় এখানে।'
পাসপোর্ট অফিসের দালালরা বলেন, 'আমরা ফরম পূরণ করে দিয়ে ১০০ থেকে ৫০০ টাকা নিই।'