রিফাত হত্যা: টিকটক রিদয় ও রাতুলের স্বীকারোক্তি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনার আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি টিকটক রিদয় ও রাতুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে তারা এ জবানবন্দি দেন।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রিফাত হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে টিকটক রিদয় ও রাতুল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গ্রেফতারকৃত ১৪ জন আসামির নয়জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এবং চারজন পুলিশ হেফাজতে রিমান্ডে আছেন। বাকি একজন মামলার প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ তাদের সহযোগীরা। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।