মিন্নিকে গ্রেফতারের দাবিতে মানবববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনা প্রেসক্লাব চত্বরে রিফাতের স্ত্রী মিন্নিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রেসক্লাব চত্বরে রিফাতের স্ত্রী মিন্নিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা রিফাতের স্ত্রীক মিন্নিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে বরগুনায়।

রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রিফাতের বাবা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল রিফাতের স্ত্রী মিন্নি। তার নেতৃত্বেই রিফাতকে কুপিয়ে হত্যা করেছে নয়ন বন্ড ও তার গ্রুপের সদস্যরা। তাই মিন্নিকে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবিও জানিয়েছেন তারা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/14/1563089105051.jpg
মানববন্ধনে বক্তারা দাবি করেন মিন্নিই রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা 

 

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১৩ জুলাই) রাতে মিন্নিকে গ্রেপ্তারের দাবিতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা দিনে দুপুরে রিফাতকে কুপিয়ে হত্যা করেন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ তার সহযোগীরা। এ ঘটনায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।