বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনার বেতাগী উপজেলায় শাহেব আলী (৫০) নামে এক দিনমজুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শুক্রবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, উপজেলার ডোকলাখালী গ্রামের দিনমজুর শাহেব আলী তার পাশের বাড়ির গাছ কাটতে যান। বৈরী আবহাওয়ায় গাছের সঙ্গে বৈদ্যুতিক ক্যাবলের সংস্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহেব আলী।

নিহত শাহেব আলী ডোকলাখালী গ্রামের মৃত কদমআলী হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বার্তাটোয়েন্টিফোর.কমকে এ খবর নিশ্চিত করেন।