বেড়েছে মসলার দর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর. কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

এলাচ ও দারুচিনি

এলাচ ও দারুচিনি

কোরবানির বেশ আগেই বেড়েছে মসলার দর। এলাচ ও দারুচিনির দর বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। মেহেরপুরের বিভিন্ন হাট-বাজারে পাইকারি ও খুচরা বাজারে বেশি দরে বিক্রি হচ্ছে মসলা।  বিক্রেতারা বলছেন, পাইকারি মোকামে রোজার আগে থেকেই দর বৃদ্ধি শুরু হয়েছে।

বাজার ঘুরে জানা গেছে, ১০০ গ্রাম এলাচ ২৫০ থেকে ২৭০ টাকা, ১০০ গ্রাম দারুচিনি ৩৬ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। এসব মসলার মূল্য রোজার আগে অনেক কম ছিল। এছাড়া অন্যান্য পণ্যের দর স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

গাংনী বাজারের মুদি ব্যবসায়ী, মোঃ মোখলেছুর রহমান বলেন, কুষ্টিয়া পাইকারি মোকাম থেকে আমরা মালামাল কিনে নিয়ে আসি। পাইকারি মোকাম থেকে প্রতিনিয়ত দাম বাড়ছে। কোরবানির আগ মুহূর্তে আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

ক্রেতারা জানান, কোরবানির ঈদের আগে মসলাসহ নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। তাই পাইকারি মোকামগুলোতে নজরদারি বাড়ানো দরকার।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, মেহেরপুর জেলায় তেমন পাইকারি মোকাম নেই। আমদানি নির্ভর এই মসলার দিকে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর জন্য অনুরোধ করেন তিনি।