রিফাত হত্যা
একজনের স্বীকারোক্তি, একজনের ফের রিমান্ড
বরগুনার চাঞ্চল্যকর শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যাকাণ্ডের আসামি রফিউল ইসলাম বাব্বি দ্বিতীয় দফার পাঁচদিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর অভিযুক্ত টিকটক হৃদয়কে ফের পাঁচদিনের রিমান্ড দিয়েছেন বিচারক।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে রাব্বি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রিফাত হত্যা মামলায় ২য় দফার পাঁচদিনের রিমান্ড শেষে রফিউল ইসলাম রাব্বি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর অভিযুক্ত টিকটক হৃদয়কে ফের পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। এর আগে রফিউল ইসলাম রাব্বিকে ১ম দফায় সাতদিন ও ২য় দফায় পাঁচদিনের রিমান্ডে ছিল।
উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ অন্যান্যরা। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।