দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গ্রেফতার
জালিয়াতির মাধ্যমে ফিল্ড অফিসারের টাকা আত্মসাতের মামলায় দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্টিফেন মর্মু ও জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের বড়পুল জেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন- দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ।
এ ব্যাপারে আহসানুল কবির পলাশ জানান, আসামি স্টিফেন মর্মূ হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার থাকাকালীন অফিস সহকারী মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগসাজশ করেন। পরে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে হাকিমপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার আবুল কাশেমের লামগ্রান্টের ৩ লাখ ২৩ হাজার ২৮০ টাকা আত্মসাৎ করেন। যার সত্যতার প্রমাণ পাওয়া গেছে।
এ ব্যাপারে দিনাজপুর জেলা দায়রা জজ আদালতে একটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক জান্নাতুল ইসলাম। মামলা নং ০২।