বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিহত সবাই চরফ্যাশনের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

সীগাল পয়েন্টে ভেসে আসা ট্রলার। ছবি: বার্তা২৪.কম

সীগাল পয়েন্টে ভেসে আসা ট্রলার। ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের সীগাল পয়েন্টে ভেসে এসেছে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি ট্রলার। আর ওই ট্রলার থেকে ৬ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আর নিহত সবাই ভোলা জেলার চরফ্যাশনের বলে জানিয়েছেন কক্সবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বার্তাটোয়েন্টিফোর.কমকে চরফ্যাশন বোট মালিক সমিতির বরাত দিয়ে এ কথা জানান তিনি।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাশনের মিন্টু মাঝির। এ ট্রলারে ১৫ জন জেলে ছিল।

এদিকে এ ট্রলার থেকে জীবিত উদ্ধার হয়েছে মো. জুয়েল (২৩) ও মনির আহমদ (৫০) নামে দুই জেলে। একই সৈকত পয়েন্ট থেকে তাদের উদ্ধার করে লাইফগার্ড।

জীবিত উদ্ধার মনির আহমদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গত তিনদিন আগে সাগরে তাদের ট্রলার ডুবে যায়। এরপর ভাসতে ভাসতে কক্সবাজার উপকূলে চলে আসে। ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাশনের মিন্টু মাঝির বলেও জানান তিনি।

এ ঘটনায় মনির আহমদ ও জুয়েলকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. খায়েরুজ্জামান জানান, খবর পেয়ে ভেসে আসা ট্রলার থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় দুইজনকে চট্টগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জীবিতদের নাম পাওয়া গেছে। তবে নিহতদের নামসহ বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৬ জেলের লাশ উদ্ধার