পঞ্চগড়ে বেড়েছে পেঁয়াজের দাম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

পেঁয়াজ। ছবি: বার্তা২৪.কম

পেঁয়াজ। ছবি: বার্তা২৪.কম

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পঞ্চগড়ের ৫ উপজেলার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

চলতি মাসের শুরুতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি হয়। মঙ্গলবার (৯ জুলাই) জেলার বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের কারসাজিতেই পেঁয়াজের দাম বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ক্রেতা আবু নাঈম বলেন, 'পেঁয়াজের দাম যে হারে বাড়ছে, এতে আমাদের নিম্ন আয়ের মানুষদের চরম বিপাকে পড়তে হচ্ছে।’

পঞ্চগড় বাজারের খুচরা বিক্রেতা আলি হোসেন বলেন, 'আমাদের বেশি দাম দিয়ে আড়ত থেকে পেঁয়াজ কিনতে হয়। তাই দাম বেশি। কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে দাম বেশি নিচ্ছি না।’

পঞ্চগড় কাঁচামাল আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম বেশি রাখা হয়। আর দেশি পেঁয়াজের চাহিদা বেশি এবং উৎপাদন কম। তাই পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।