কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

জেলের প্রতীকী ছবি

জেলের প্রতীকী ছবি

কুষ্টিয়ায় মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের আসাদুল হিড়ের দুই ছেলে মো. মান্নান ও আনিছুর রহমান এবং একই গ্রামের সামাদ আলীর ছেলে আব্দুস সালাম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর বিকালে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল মিরপুর থানার তাঁতিবন্ধ চারমাইল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে দায়িত্ব পালনকালে তিন চাকার একটি আলগামন গাড়িতে তল্লাশি করে। এ সময় ওই গাড়িতে বিশেষ কায়দায় রাখা ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক ও দুই যাত্রীকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ২০১৮ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার সকালে এই রায় দেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী রায় বলেন, ‘মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। মাদক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।’