কলেজের ডোবা থেকে রিফাত হত্যার রামদা উদ্ধার
বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত রামদাটি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই) হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী আসামি রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'এই রামদাটি দিয়েই রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজী স্বীকার করেছেন।'
উল্লেখ্য, গত বুধবার (২৬ জুন) সকালে রিফাত তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে নিয়ে বরগুনা সরকারি কলেজে যান। কলেজ থেকে ফেরার পথে নয়ন, রিফাত ফরাজীসহ তাদের সহযোগীরা রিফাতের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন স্ত্রী আয়েশা।
গুরুতর আহতাবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনায় রিফাতের বাবা বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচজনের নামে বরগুনা থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের মূল আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।