হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

পেঁয়াজ, ছবি: সংগৃহীত

পেঁয়াজ, ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম। দুইদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। ভারত থেকে আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন আমদানিকারকসহ বন্দর সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার আমদানি করা ভারতীয় পেঁয়াজ বন্দরের মোকামগুলোতে পাইকারি বিক্রি হয়েছে ১৭ থেকে ১৮ টাকা কেজিতে। শনিবার (৬ জুলাই) বিক্রি হয়েছে ২০ থেকে ২২ টাকা দরে। আর এসব আমদানিকারকদের পেঁয়াজ আবার খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে প্রকারভেদে ২৪ থেকে ২৮ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

হিলি বাজারে খুচরা পেঁয়াজ বিক্রেতা ফেরদৌস রহমান বার্তা২৪.কমকে জানান, দুইদিন আগে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ১৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আর আজ কিনতেই হচ্ছে ২২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন বার্তা২৪.কমকে জানান, ভারতেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তাই বেশি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। এছাড়া ট্রাক ভাড়াও বেড়েছে। তাই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম একটু বেড়েছে। আগামীতে পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তিনি।

বিজ্ঞাপন

পানামা হিলি পোর্ট লিঃ লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বার্তা২৪.কমকে জানান, ভারত থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ট্রাক কম প্রবেশ করছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০টি করে পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশ করলেও বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৫ থেকে ২০ টিতে।