ওষুধ ভেবে বিষ খেল শিশুটি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নড়াইল
  • |
  • Font increase
  • Font Decrease

শিশু তাজ। ছবি: বার্তা২৪.কম

শিশু তাজ। ছবি: বার্তা২৪.কম

নড়াইলের লোহাগড়ায় ওষুধ ভেবে বিষপান করে তাজ নামে তিন বছরের এক শিশু গুরুতর অসুস্থ হয়েছে। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। তাজ লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, হুমায়ুন কবীরের বাড়িতে উকুন মারার জন্য বিষ তেলের সঙ্গে মিশিয়ে বোতলে রাখা হয়েছিল। তাজ সেই বিষ জ্বরের ওষুধ মনে করে খায়। এতে সে গুরুতর অসুস্থ হয়। এরপর প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

তাজের বাবা হুমায়ুন কবীর জানান, তাজের জ্বর হয়েছে। তাই সে জ্বরের ওষুধ মনে করে ভুলে বিষ খেয়ে ফেলে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন জানান, শিশুটিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কোনো পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে।