শরীরের পচন নিয়ে পাগলের মানবেতর জীবন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে বসে থাকেন অজ্ঞাত এক পাগল। তার তল পেটের নিচ অংশে পচন ধরেছে। পচনের ব্যথা ও দুর্গন্ধে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
শুক্রবার (৫ জুলাই) সরজমিনে দেখা যায়, অচেনা এ মানসিক ভারসাম্যহীন মানুষটি উপজেলার চৌরাস্তা বাজারে একটি প্লাস্টিকের ঘরে আশ্রয় নিয়েছেন। সারাদিন সেখানেই বসে থাকেন তিনি। কারও সঙ্গে কথাও বলেন না। তবে পচনের ব্যথা থেকে বাঁচার আকুতির ছাপ যেন তার চোখে ভেসে উঠছে। কিন্তু বিষয়টি সবার চোখে পড়লেও কেউ এখনো এগিয়ে আসেনি।
কালের কণ্ঠ শুভ সংঘের তেঁতুলিয়া শাখার সভাপতি রবিউল ইসলাম রতন বার্তা২৪.কমকে বলেন, ‘শুক্রবার হঠাৎ করে এই মানুষটিকে দেখি। কাছে গিয়ে দেখি তার শরীরে তল পেটের অংশ পচন ধরেছে। আমি তাকে কিছু জিজ্ঞাসা করলেও কোনো কথা বলেননি। তবে তার চিকিৎসা করা যেতে পারলে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।’