জাহাজ থেকে সাগরে ছিটকে পড়া ৪৩ কনটেইনার

মনপুরার মেঘনা পাড়ে ভাসছে ৩ কনটেইনার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিমপাশে মেঘনা পাড়ে ব্লকে পড়ে থাকা কনটেইনার, ছবি: বার্তা২৪.কম

রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিমপাশে মেঘনা পাড়ে ব্লকে পড়ে থাকা কনটেইনার, ছবি: বার্তা২৪.কম

ভোলার মনপুরার মেঘনায় তিনটি কনটেইনার ভাসতে দেখা যায়। একটি কনটেইনার উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিমপাশে মেঘনা পাড়ে রয়েছে। অপর ২টি কনটেইনার মনপুরার বিচ্ছিন্ন ডালচর থেকে উত্তর পূর্ব দিকে হাতিয়ায় চলে গেছে।

বুধবার (৩ জুলাই) সকালে স্থানীয়রা মেঘনা পাড়ে ও মনপুরার বিচ্ছিন্ন ডালচরে কনটেইনার তিনটিকে ভাসতে দেখেন।

বিজ্ঞাপন

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোরকান আলী বার্তা২৪.কমকে বলেন, পুলিশ খবর পেয়ে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রামের বন্দর থানায় বিষয়টি মুঠোফোনে অবহিত করা হয়েছে।

 ভোলা
কনটেইনারটি নিচে ও উপরের কিছু অংশ ভেঙ্গে গেছে, ছবি: বার্তা২৪.কম

 

সূত্র জানায়, গত রোববার (৩০ জুন) সকাল ৮টা ২৫ মিনিটে করিম শিপিং লাইনের কনটেইনারবাহী জাহাজ ‘কেএসএল গ্লেডিয়েটর’ পণ্যভর্তি ৮৩ কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালের উদ্দেশে রওনা হয়। জাহাজটি হাতিয়া চ্যানেলে লালবয়ার কাছে পৌঁছালে প্রতিকূল আবহাওয়ার ৪৩ কনটেইনার ছিটকে সাগরে পড়ে যায়।

প্রশাসন ও স্থানীয়দের ধারনা, এগুলো হাতিয়া চ্যানেলে জাহাজ থেকে ছিটকে পড়া কনটেইনার।

স্থানীয় আবদুল্লাহ পাটোয়ারী জুয়েল বার্তা২৪.কমকে বলেন, 'কনটেইনারটি সম্মুখে 'TRITON INTERNATIONAL’ লেখা ও কাস্টমসের অনুমোদনের সিল রয়েছে। কনটেইনারটি নিচে ও উপরের কিছু অংশ ভেঙে গেছে। এতে কনটেইনারটি ভেতরে বস্তাভর্তি তুলা দেখা যায়।'