‘চুলার’ আগুনে শতাধিক বসতঘর পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

মাইনীমুখ বাজারের আগুন। ছবি: বার্তা২৪.কম

মাইনীমুখ বাজারের আগুন। ছবি: বার্তা২৪.কম

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান, ২টি ফার্নিচার কারখানাসহ শতাধিক বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার (২ জুলাই) রাত পৌনে ১টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, রাতে আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী, দিঘীনালা ফায়ার সার্ভিস ও পুলিশ ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বসত ঘরের একটি চুলা থেকে এই আগুনের সূত্রপাত।

আগুন নেভানোর সময় লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম উপস্থিত ছিলেন।