নয়ন বন্ডের লাশ পরিবারের কাছে হস্তান্তর
বরগুনায় শাহনেওয়াজ রিফাতকে (২৫) কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ডের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৪টায় নয়নের লাশ তার মামা মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মাদ হোসেন।
মামা মিজানুর রহমান জানান, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না এলাকায় নয়নের লাশ তার নানার কবরের পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে দুপুরের দিকে নয়নের ময়নাতদন্ত শেষে তার লাশ নিতে চায়নি স্বজনরা।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান নয়ন। তিনি বরগুনায় বসে প্রকাশ্যে স্ত্রী মিন্নির সামনে স্বামী শাহনেওয়াজ রিফাতকে কুপিয়ে হত্যা করেন।