নয়ন বন্ডের লাশ পরিবারের কাছে হস্তান্তর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

নয়ন বন্ডের লাশ বহনকারী অ্যাম্বুলেন্স। ছবি: বার্তা২৪.কম

নয়ন বন্ডের লাশ বহনকারী অ্যাম্বুলেন্স। ছবি: বার্তা২৪.কম

বরগুনায় শাহনেওয়াজ রিফাতকে (২৫) কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ডের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৪টায় নয়নের লাশ তার মামা মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মাদ হোসেন।

বিজ্ঞাপন

মামা মিজানুর রহমান জানান, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না এলাকায় নয়নের লাশ তার নানার কবরের পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দুপুরের দিকে নয়নের ময়নাতদন্ত শেষে তার লাশ নিতে চায়নি স্বজনরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান নয়ন। তিনি বরগুনায় বসে প্রকাশ্যে স্ত্রী মিন্নির সামনে স্বামী শাহনেওয়াজ রিফাতকে কুপিয়ে হত্যা করেন।

আরও পড়ুন: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বন্ড নিহত