কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় রাজীব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাজীব হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকার নূর মোহাম্মদ মন্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ জানুয়ারি র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের আভিযানিক দল অভিযান চালিয়ে জেলার কুমারখালীর উপজেলার ছেউড়িয়া এলাকা থেকে রাজীব হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৬২ গ্রাম হেরোইন জব্দ করে। এই ঘটনায় র‌্যাবের এসআই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

কুমারখালী থানা পুলিশ ২০১৩ সালের ৫ নভেম্বর আদালতে চার্জশিট প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ দুপুরে আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।