কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর ১‌০ বছরের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী রজব আলী শেখ, ছবি: বার্তা২৪

দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী রজব আলী শেখ, ছবি: বার্তা২৪

কুষ্টিয়ায় মাদক মামলায় মো. রজব আলী শেখ নামের এক মাদক ব্যবসায়ীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

রোববার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রজব আলী শেখ কুষ্টিয়া শহরের চৌড়হাস কলোনীপাড়া এলাকার ছিদ্দিক শেখের ছেলে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কুষ্টিয়া শহরের চৌড়হাস কলোনীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে মো. রজব আলী শেখকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।