দ্রুত এগোচ্ছে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি কমপ্লেক্সের নির্মাণকাজ

  • এস এম জামাল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমির নতুন কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, ছবি: বার্তা২৪

শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমির নতুন কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, ছবি: বার্তা২৪

কুষ্টিয়ার সাংস্কৃতিক চর্চায় নতুন মাত্রা যোগ করতে নির্মিত হচ্ছে শিল্পকলা একাডেমির নতুন ভবন। এক একর জায়গার ওপর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এটি নির্মাণ করছে।

তিনতলা বিশিষ্ট নির্মাণাধীন একাডেমিতে থাকবে অত্যাধুনিক কমপ্লেক্স ভবন। থাকবে অধ্যাধুনিক তিনটি অডিটোরিয়াম। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিক্স অডিটোরিয়াম, মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং এরিনা মঞ্চ।

বিজ্ঞাপন

২০১৭ সালের জুলাই মাসে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঢাকার পরেই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অবস্থান হবে।

Kushtia Hanif

বিজ্ঞাপন

কুষ্টিয়া-৩ আসনের (সদর) সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সংস্কৃতির রাজধানী হিসেবে কুষ্টিয়াকে অভিহিত করা হলেও বলা হয়ে থাকে যে, এর রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। সংস্কৃতির এই রাজধানী কুষ্টিয়াকে তুলে ধরার মাধ্যম শিল্পকলা একাডেমি।

কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, আমরা অত্যন্ত ভাগ্যবান যে কুষ্টিয়াতে অত্যাধুনিক মানের শিল্পকলা একাডেমি ভবন নির্মিত হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পর কুষ্টিয়া শিল্পকলা একাডেমিকে ধরা হবে দ্বিতীয় বৃহত্তম একাডেমি ভবন। এটি নির্মিত হলে জেলার সাংস্কৃতিক চর্চা বিশ্ব দরবারে ব্যাপক পরিচিতি লাভ করবে।

Kushtia Hanif

শনিবার (২৯ জুন) বিকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির নতুন কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন করেন মাহবুব উল আলম হানিফ। এসময় জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আসলাম হোসেন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রবি, জেলা কালচারাল অফিসার সুজন রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে কুষ্টিয়ার দিশা টাওয়ারে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলার ১৩৩ জন সাংস্কৃতিক ব্যক্তি ও ১০টি সাংস্কৃতিক সংগঠনকে মোট ২৬ লাখ ৬৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন মাহবুব উল আলম হানিফ।