রিফাত হত্যা মামলার ১০নম্বর আসামি গ্রেফতার
বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ১০নম্বর আসামি রাকিবুল ইসলাম রিফাতকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার সোনালী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
গত শুক্রবার (২৮ জুন) দিনগত রাতে পটুয়াখালী শহরের গালর্স স্কুল এলাকা থেকে রিফাত হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সাইমুম নামে এক যুবককে আটক করা হয়। এর আগেরদিন বৃহস্পতিবার চার নম্বর ও নয় নম্বর আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত তিনদিনে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (২৬ জুন) সকালে রিফাত তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে নিয়ে বরগুনা সরকারি কলেজে যান। কলেজ থেকে ফেরার পথে নয়ন, রিফাত ফরাজীসহ তাদের সহযোগীরা রিফাতের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন স্ত্রী আয়েশা। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামাতে পারছিলেন না তিনি। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আরও পড়ুন: রিফাত হত্যা: পটুয়াখালীতে সন্দেহভাজন সাইমুম গ্রেফতার
গুরুতর আহতাবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।