গাইবান্ধায় জুতার কারখানায় আগুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

আগুনের ঘটনায় ছবি তুলছিলেন উৎসুক জনতা, ছবি: বার্তা২৪

আগুনের ঘটনায় ছবি তুলছিলেন উৎসুক জনতা, ছবি: বার্তা২৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের মা-সু স্টোর নামের এক জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় চার লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়স্থ সৈয়দ প্লাজায় মা-সু স্টোর নামের একটি জুতার কারখানা ছিল। ওই সময় কারখানটিতে আগুন ধরে যায়। এতে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে যায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রতন শর্মা বার্তা২৪.কমকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে গাইবান্ধা ও গোবিন্দঞ্জের চারটি ইউনিটের ২০ সদস্য আগুন নেভানোর কাজ করে। প্রায় ৩০ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মা-সু স্টোরের জুতার কারখানার প্রায় চার লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।’

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাসুদার রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘আমি বিশেষ কাজে গাইবান্ধা পুলিশ লাইনসে আছি। তবে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি।’