রিফাত হত্যাকারীদের ঠেকাতে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

দিনাজপুরের হিলি স্থলবন্দর/ ছবি: বার্তা২৪.কম

দিনাজপুরের হিলি স্থলবন্দর/ ছবি: বার্তা২৪.কম

বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যাকারীদের ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বার্তা২৪.কম-কে বলেন, ‘ফেসবুক, টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকারীরা হিলি ইমিগ্রেশন বা সীমান্ত এলাকা দিয়ে যেন ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। হত্যাকারীরা আমাদের নজরে আসলে তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/28/1561711799021.jpg

উল্লেখ্য, গত বুধবার (২৬ জুন) সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় সদর উপজেলার লবণগোলা গ্রামের দুলাল শরীফের ছেলে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) ও তার সঙ্গীরা। রিফাত হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন তার বাবা দুলাল শরীফ।

বিজ্ঞাপন