‘রিফাতের পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সাথে কথা বলেন বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন হোসেন, ছবি: বার্তা২৪

সাংবাদিকদের সাথে কথা বলেন বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন হোসেন, ছবি: বার্তা২৪

প্রকাশ্যে কুপিয়ে হত্যার শিকার রিফাত শরীফের পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন হোসেন।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৪টায় রিফাতের বাড়িতে মরদেহ দেখতে আসেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, দিনে-দুপুরে যারা রিফাতকে কুপিয়ে হত্যা করেছে তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে, গ্রেফতারের চেষ্টা চলছে। রিফাতের পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনার সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নে নিজ বাড়িতে পৌঁছায় রিফাতের মরদেহ। এরপর থেকেই মানুষের ঢল নামে, কান্নার রোল পড়ে যায়।

বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির আঙিনায় রিফাতের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকাবাসীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে রিফাত শরীফকে।

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) বরগুনা শহরে তাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী তাকে রক্ষার চেষ্টা করেন। পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখানে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে বাড়িতে মরদেহ আনা হয়।

আরও পড়ুন: রিফাতের মরদেহ বাড়িতে