রিফাত হত্যাকাণ্ড

'অনেক চেষ্টা করেছি, কেউ আমাকে সাহায্য করেনি'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কান্নারত অবস্থায় স্বামী হত্যার বর্ণনা দিলেন মিন্নি, ছবি: সংগৃহীত

কান্নারত অবস্থায় স্বামী হত্যার বর্ণনা দিলেন মিন্নি, ছবি: সংগৃহীত

স্বামী হত্যার বর্ণনা দিতে গিয়ে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি বলেন, 'আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু আমি পারি নাই। আমি আমার স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি। অনেক চিৎকার করছি। সবাইরে ডাকছি। কিন্তু কেউ আমারে সাহায্য করে নাই।'

বৃহস্পতিবার (২৬ জুন) স্বামী রিফাত শরীফ হত্যার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন স্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন: যে কারণে খুন করা হয় রিফাতকে

মিন্নি বলেন, 'নয়ন (সাব্বির আহমেদ নয়ন) নামের ছেলেটা আমাকে বিয়ের আগে অনেক ডিস্টার্ব করত। হুমকি ধামকি দিত। আমাকে বলত, তুমি যদি কাউকে বল তোমার মাইরে ফেলাব। এইসব বলে আমাকে ডিস্টার্ব করত। বলত, ছবি তুলতে হইব। আমি রিকশায় গেলে, রিকশায় লাফ দিয়ে উঠত। বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করত আমারে। প্রথমে আমি ভয়ে ভয়ে কাউকে এই বিষয়টি বলি নাই, কিন্তু ডিস্টার্বের মাত্রা বাড়তেই থাকে। পরে আমি আমার বাসায়ও বলি। আর আমার ছোট কাকা আছে তার সঙ্গে আমি আলাপ করি। আলাপ করার পরে তারা রিফাতের সঙ্গে আমার আনুষ্ঠানিকভাবে বিয়ে দেন।'

বিজ্ঞাপন

'অনেক চেষ্টা করছি, কেউ আমাকে সাহায্য করেনি'

তিনি বলেন, 'বিয়ে দেওয়ার পর আমি খুব সুখে ছিলাম। রিফাত আমারে খুব ভালোবাসত। আমিও রিফাতরে খুব ভালোবাসি। দুইজন দুইজনরে ছাড়া থাকতেই পারতাম না। কিন্তু নয়ন আমাকে ডিস্টার্ব করা বন্ধই করে নাই। পরে আমি আমার স্বামীর কাছে বলি। আমার স্বামীও শুনে। এ নিয়ে কোনো ঝামেলা হইছে কিনা আমি জানি না।'

আরও পড়ুন: আপ্রাণ চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী

মিন্নি বলেন, 'আমি কলেজে যাওয়ার পর, আমি আর আমার হাজবেন্ড কলেজ থেকে বের হই। হঠাৎ তারা আক্রমণ করে। প্রথমে আমরা বের হবার পর ওরা আগে আটক করে। তারপর মারতে শুরু করে। এরপর দাটা কী কী যেন নিয়ে আসে। রিসাত নামে একজনে ধরে। আর নয়ন আর রিফাত এই দুইজনে মিলে কোপাতে শুরু করে। পাশে যারা দাঁড়িয়ে ছিল তারা প্রথমে আমাদের আটক করে। আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু পারি নাই। আমি আমার স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি। অনেক চিৎকার করছি। সবাইরে ডাকছি। কিন্তু কেউ আমারে সাহায্য করে নাই।'

তিনি আরও বলেন, 'আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাই। আমি নয়নের ফাঁসি চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করছি, উনিও নারী আমিও নারী। আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাই। আমি সবাইর ফাঁসি চাই। আমি নয়নের ফাঁসি চাই।'

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে স্বামী রিফাত শরীফকে হত্যা করেছে সন্ত্রাসীরা।