কুষ্টিয়ায় মদের দোকানে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মদের দোকানে জরিমানা, ছবি: বার্তা২৪

মদের দোকানে জরিমানা, ছবি: বার্তা২৪

কুষ্টিয়ায় মদের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জুন) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় শহরের দেশি মদের দোকানে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

এসময় লাইসেন্সকৃত মদের দোকানে শর্ত ভঙ্গ করার অপরাধে মদ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম।

এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শিরিন আক্তারসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, পারমিটধারীসহ অতিরিক্ত কিছু ব্যক্তি এখানে মদপান করতে আসে। এসময় পুলিশ তাদের আটক করে। পরে আটককৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং লাইসেন্সে শর্তভঙ্গের কারণে মদ ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।