অপহরণকারীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় অপহরণকারীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ/ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় অপহরণকারীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ/ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় ফয়সাল (২৫) নামের এক অপহরণকারীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৪ জুন) দুপুরের দিকে মিরপুর উপজেলার কাতলামারী বাজার এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা।

বিজ্ঞাপন

অপহরণকারীর নাম ফয়সাল। সে নারায়নগঞ্জের বাসিন্দা।

আমলা পুলিশ ক্যাম্পের এএসআই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছুটি হওয়ার পর স্থানীয় আশিকুল ইসলামের ছেলে কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র জিসানসহ সহপাঠিরা বাড়িতে যাচ্ছিল। পথে অপহরণকারী ফয়সাল আইসক্রিম খাওয়ানোর কথা বলে জিসানকে নিয়ে বাসে উঠতে যায়।

বিজ্ঞাপন

এ সময় জিসানের সহপাঠিরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে গিয়ে ফয়সালকে আটক করে এবং জিসানকে উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ফয়সালকে আটক করে বলে জানান আশরাফুল ইসলাম।