স্কুলে যাবার পথে ভ্যানচাপায় শিক্ষার্থী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে ইঞ্জিনচালিত অবৈধ পাখি ভ্যানচাপায় রিয়া খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রোববার (২৩ জুন) সকালে পৌরসভার এলঙ্গীপাড়া ক্লিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়া খাতুন এলঙ্গীপাড়ার মোছা. সামেলা খাতুনের মেয়ে এবং এলঙ্গী আচার্য প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে রিয়া খাতুন বিদ্যালয়ে যাওয়ার সময় এলঙ্গীপাড়া ক্লিক মোড়ে পৌঁছালে দ্রুতগতিতে যাওয়া একটি পাখি ভ্যান তাকে চাপা দেয়। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মৃত্যু হয় তার।
কুমারখালী থানার উপপরিদর্শক শরীফ আহমেদ জানান, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত পাখি ভ্যানটি জব্দ করা হলেও ভ্যানচালককে আটক করা সম্ভব হয়নি।