ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

খাদে পড়ে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়, ছবি: সংগৃহীত

খাদে পড়ে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়, ছবি: সংগৃহীত

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কোমরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গ্রামীণ জুয়েলার্সের মালিকসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ জুন) দুপুরে ফরিদপুরের কোমরপুরে এ  হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা (৬০), তার মা মহিরন নেছা (৭৫) ও তার বোন আসিয়া বেগম (৫৫)।

জানা গেছে, মাইক্রোবাসযোগে সকালে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলার দেউলি গ্রামে যাচ্ছিলেন তারা। উল্লেখিত স্থানে এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম জানান, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।