কুষ্টিয়ার গড়াই নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

গড়াই নদী থেকে উদ্ধার করা স্কুলছাত্রের মরদেহ, ছবি: সংগৃহীত

গড়াই নদী থেকে উদ্ধার করা স্কুলছাত্রের মরদেহ, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার গড়াই নদী থেকে সম্রাট (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও জেলেরা।

বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সম্রাট কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার মিন্টু আলীর ছেলে। সেই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার আলী সাজ্জাদ বার্তা২৪.কম-কে বলেন, 'দুপুরে বেশ কয়েকজন বন্ধু মিলে নদীতে গোসল করতে যায় সম্রাট। তার কিছুক্ষণ পর আর তাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুোঁজাখুঁজি করে। পরে বিকেল থেকে স্থানীয় জেলেদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। একপর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে।'

বিজ্ঞাপন