কুষ্টিয়ায় ভুয়া র্যাব সদস্য আটক
কুষ্টিয়ায় সোহেল রানা (২৭) নামের এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা। সোহেল রানা কুষ্টিয়া শহরতলীর হরিশংকরপুর এলাকার গোলজার শেখের ছেলে।
বুধবার (১৯ জুন) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ জুন) দুপুরে কুমারখালী উপজেলার গড়াই ব্রিজের টোলপ্লাজার নিকটে অবস্থিত গড়াই ইটভাটার মালিকের কাছে সোহেল রানা নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন এবং ক্রসফায়ারেরও হুমকি দেন। এ সময় কৌশলে ওই র্যাব সদস্যকে অন্য একটি কক্ষে বসিয়ে রেখে বিষয়টি র্যাব-১২ এর কাছে জানানো হয়। তারা দ্রুত সেখানে গিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে র্যাব-১২ কুষ্টিয়ার কমান্ডার লে. রুহুল আমিন জানান, আটককৃত ভুয়া র্যাব সদস্য সোহেল রানাকে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।