মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার থানার ইসেবেলা পেট্রোল পাম্পের পাশে বাস-ট্রাকের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ট্রাকের চালক আবু বকর (৪০) ও তার সহকারী মাসুম হাওলাদার (৪২)।

এ ঘটনায় অন্তত ১৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত দুইজনের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তারা দুইজনই মাদারীপুর শ্রমিক ইউনিয়নের সদস্য।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান এবং বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে।

বিজ্ঞাপন

ডাসার থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন।'