কুষ্টিয়ায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের ধাক্কায় নাহারুল ইসলাম (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল মতিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহারুল ইসলাম দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার মৃত শমসের আলীর ছেলে। তারাগুনিয়া বাজারে তিনি ভুষিমালের ব্যবসা পরিচালনা করতেন।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির উদ্দিন জানান, শনিবার বিকেলের দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল মতিয়া ফিলিং স্টেশনের সামনে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক। মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।