ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত দুইজন, ছবি: বার্তা২৪.কম

ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত দুইজন, ছবি: বার্তা২৪.কম

বরগুনার তালতলী এলাকায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর মামলায় ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত ১টায় মরানিদ্রা এলাকা থেকে আটক করা হয় তাদের।

পুলিশ সূত্রে জানা যায়, তালতলী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (১২ জুন) মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে উপজেলা আওয়ামীলীগ প্রার্থী রেজবি-উল-কবির এর সর্মথকেরা।

বিজ্ঞাপন

পরে ওই দিন রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারী মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ২০০ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা করেন।

যে স্থানে গাড়ি ভাঙচুরের ঘটনাটি ঘটে, সেই স্থানে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো নিশানবাড়িয়া ইউপি ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ মজনু হাওলাদার (৩৫) এবং সোহাগ (৩০)।

আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনায় তার সহকারী মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ২০০ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।