ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরের খোঁজে নদীর তীরে স্বজন ও প্রতিবেশীরা / ছবি: বার্তা২৪

কিশোরের খোঁজে নদীর তীরে স্বজন ও প্রতিবেশীরা / ছবি: বার্তা২৪

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিলয় হোসেন (১২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনাস্থলে জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হলেও ডুবুরি না থাকায় এখন পর্যন্ত তাকে উদ্ধারে অভিযান সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার কামারজানী বন্দরে এ ঘটনা ঘটে। নিখোঁজ নিলয় ওই উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামের রেজাউল করীমের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সমাজকর্মী সাদ্দাম হোসেন বার্তা২৪.কমকে জানান, দুপুর ২টার দিকে তিন বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় নিলয়। এমন সময় হঠাৎ সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ সহকারী মমিনুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘নিখোঁজ কিশোরের উদ্ধারে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। শুধু মাত্র ডুবুরি না থাকায় আমরা মাঝ নদীতে নামতে পারছি না। রংপুরে ডুবুরির জন্য বলা হয়েছে। সেখান থেকে ডুবুরি দল রওনা দিয়েছেন। আসা করছি খুব দ্রুত এসে পড়বে। তারা এলেই আমাদের মাঝ নদীতে উদ্ধার অভিযান শুরু হবে।’