গাংনীতে গভীর রাতে বোমা বিস্ফোরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া বোমা

উদ্ধার হওয়া বোমা

মেহেরপুরের গাংনীতে গভীর রাতে দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে অফিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার দিনগত গভীর রাতে পর পর দুটি বোমা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। খবর পেয়ে সকালে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়।

হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই শাকিল বলেন, বোমা বিস্ফোরণের আলামত ও অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন