বাজেট ঘোষণার কারণে হিলি স্থলবন্দরে বিল অবএন্ট্রি সাবমিট বন্ধ থাকবে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

হিলি স্থলবন্দর, ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দর, ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমসে আমদানি ও রফতানিকৃত সকল প্রকার পণ্যের বিল অবএন্ট্রি সাবমিট বন্ধ থাকবে বলে হিলি কাস্টমস কর্তৃপক্ষ বার্তা২৪.কমকে জানিয়েছে।

বুধবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি নোটিশ কাস্টমসের নোটিশ বোর্ডে টাঙানো রয়েছে।

বিজ্ঞাপন

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বার্তা২৪.কমকে জানান, আগামী বৃহস্পতিবার মহান জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে। বাজেটে অনেক পণ্যের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি বা কমানো হতে পারে। আর বাজেট ঘোষণাকালীন সময়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে কাস্টমসের সার্ভার বন্ধ থাকবে।

হিলি কাস্টমসের সকল কার্যক্রম স্বয়ংক্রিয় পদ্ধতিতে হওয়ার কারণে সার্ভার বন্ধ থাকার কারণে আমদানিকৃত পন্যের ইমপোর্ট ম্যানিফিষ্ট ও বিল অবএন্ট্রি সাবমিটসহ পণ্যের পরীক্ষণ ও শুল্কায়নসহ কাস্টমসের সকলপ্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা যাতে পণ্য আমদানি করে ক্ষতির মুখে না পড়ে সে কারণে তাদেরকে অগ্রিম জানানোর জন্য মঙ্গলবারে এক নোটিশের মাধ্যমে বিষয়টি বন্দরের সকল আমদানি,রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টগনকে জানানো হয়েছে।

তবে কাস্টমসে ইমপোর্ট ম্যানিফিষ্ট ও বিল অবএন্ট্রি সাবমিট কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে পূর্বের আউটপাশকৃত মালামাল বন্দর থেকে ছাড়িয়ে নিতে পারবেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বার্তা২৪.কমকে জানান, বন্দরের ভেতরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। বন্দর দিয়ে পূর্বের আমদানিকৃত মালামাল যেসবের আউটপাশ হয়েছে সে সব মালামাল সরবরাহ করা হবে।