কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ১ 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, ছবি: সংগৃহীত

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোকাদ্দেস আলী (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১২ জুন) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শনে করে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাফ্ফারা তাসনীন বার্তা২৪.কমকে বলেন, ‘বুধবার দুপুরের দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী ছেড়ে যাওয়া পদ্মা-গড়াই পরিবহনের যাত্রীবাহী (ঢাকা মেট্রো ব ১১ ৪৮৪৪) বাস খোকসার শিমুলিয়া গ্রামের কাছে খাদে পড়ে যায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিজ্ঞাপন

সেখানে মোকাদ্দেস আলী নামের এক যাত্রী হাসপাতালে মারা যান।

নিহত মোকাদ্দেস আলী খোকসার কমলাপুর গ্রামের মকছেদ আলীর ছেলে।