তালতলীর ওসি প্রত্যাহার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনা জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

বরগুনা জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

বরগুনা জেলার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়কে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় নির্বাচন কমিশন ওসিকে প্রত্যাহারের আদেশ দেয়।

জানা গেছে, আগামী ১৮ জুন তালতলী উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন শুরুর পর থেকেই তালতলী থানার ওসি এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পক্ষপাতিত্ব করেন। এমন অভিযোগ এনে গত মাসের ২৭ তারিখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবি-উল-কবির নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করেন। ওই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ওসি পুলক চন্দ্র রায়কে প্রত্যাহারের আদেশ দেয়।

বিজ্ঞাপন

তবে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীলিপ কুমার বলেন, ওসি প্রত্যাহারের বিষয়ে আমরা কিছু জানি না।