পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

পঞ্চগড় জেলার মানচিত্র: ছবি: সংগৃহীত

পঞ্চগড় জেলার মানচিত্র: ছবি: সংগৃহীত

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহান (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) রাত ১১টায় জেলার বোদা উপজেলাধীন পাঁচপীর ইউনিয়নের সমলুরহাট চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, মৃত সোহান ওই এলাকার একরামুলের ছেলে এবং সে পাঁচপীর বৈরাতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয়রা জানান, সোহান ধানমারাই করা বোংগা মেশিনে উঠে বাড়ি ফেরার পথে রাস্তায় ইলেকট্রিক তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেলে অফিসার ডাঃ শাহরিয়ার জাকির বার্তা২৪.কমকে জানান, বিদ্যুৎ স্পৃষ্ট সোহানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন