মোটরসাইকেল বাঁচাতে গিয়ে বাস নিয়ন্ত্রণহীন, হেলপার নিহত
শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এর হেলপার শাহীন আলী (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাস চালক জিল্লুর রহমান (৪৮)।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার শাহীন আলী মুজিবনগর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রন সরকার জানান, বিকেলের দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পোড়াপাড়ায় এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে। এ সময় দ্রুত গতির বাস ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের দরজার পাশ দুমড়ে-মুচড়ে গিয়ে হেলপার, চালক ও কয়েকজন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হেলপার শাহীন আলীকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের মরদেহ নিজ গ্রামে নেওয়া হয়েছে। গ্রামজুড়ে এখন শোকের ছায়া বিরাজ করছে।