বাড়ির পাশে পুকুরে মুয়াজ্জিনের ভাসমান মরদেহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ায় বাড়ির পাশের এক পুকুর থেকে মো. আলতাফ হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে কুমারখালী উপজেলার গোবিন্দপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আলতাফ গোবিন্দপুর এলাকার মৃত পাচু সরদারের ছেলে এবং স্থানীয় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে আলতাফ হোসেনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

বিজ্ঞাপন

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।