পঞ্চগড়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নের টেকরাপাড়া এলাকায় সাকধর নালা নামক জায়গায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।
সোমবার (১০ জুন) সকালে বোদা উপজেলাধীন বেংহাড়ি টেকরাপাড়া এলাকায় ওই অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয় এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, সকালে টেকড়া পাড়া এলাকায় একটি তেজপাতা বাগানের পাশের সাকধর নামক একটি পানির নালায় লাশটি পড়ে আছে। উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে বেংহাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ‘সকালে ওই এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনসুর আলী ও বর্তমান ইউপি সদস্য তসলিম আলী বিষয়টি আমাকে জানান এবং আমি বিষয়টি সঙ্গে সঙ্গে বোদা থানায় জানিয়ে ঘটনাস্থলে যাই।’
এদিকে, এ বিষয়ে বোদা থানার অফিসার ইন চার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি, লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।’