জয়পুরহাটে অটো-ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ব্যাটারি চালিত অটো-ভ্যানের ধাক্কায় মাসরুফা (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার শালাইপুর এলাকায় ভ্যানের ধাক্কায় আহত হয় মাসরুফা। সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মাসরুফা শালাইপুর এলাকার মতিয়ার রহমানের মেয়ে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, রোববার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এমন সময় বেড়াখাইগামী একটি অটো-ভ্যান শিশুটিকে ধাক্কা দিলে সে গুরতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে শিশুটি মারা যায়।