ফরিদপুরে ১২ দিনব্যাপী কৃষি শুমারি শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কৃষি শুমারি উপলক্ষে র‌্যালি বের করা হয় / ছবি: বার্তা২৪

কৃষি শুমারি উপলক্ষে র‌্যালি বের করা হয় / ছবি: বার্তা২৪

‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে কৃষি শুমারি শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার (৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। ফরিদপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজন এ র‌্যালির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মীনহ্মী বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী সংশিষ্ট দফেতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আগামী ২০ জুন পর্যন্ত জেলার শস্য, মৎস্য ও প্রাণি সম্পদের উপর এই শুমারির তথ্য সংগ্রহ করা হবে। এর আগে ২০০৮ সালে এই শুমারি করা হয়।