মেছো বাঘের কান্না!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আহত মেছো বাঘটি। ছবি: বার্তা২৪.কম

আহত মেছো বাঘটি। ছবি: বার্তা২৪.কম

দু’চোখ দিয়ে ঝরছে পানি। নাক দিয়ে পড়ছে রক্তের ফোঁটা। অসহায় চিত্তে দর্শনার্থীদের দিকে তাকিয়ে হাঁপাচ্ছে মেছো বাঘটি। উৎসুক মানুষকে যেন ডেকে বলছে এ মানুষ আমি তোমাদের কী ক্ষতি করেছি?

মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে মেছো বাঘটি দেখতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছে।

বিজ্ঞাপন

রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার সুবিদপুর গ্রামে মেছো বাঘটিকে আটক করে পিটিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয়রা। পরে খবর পেয়ে আহত মেছো বাঘটি উদ্ধার করে চিকিৎসা দিচ্ছেন বন বিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা।

জানা গেছে, সকালে সুবিদপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুর পাড়ে মেছো বাঘটিকে দেখতে পায় স্থানীয় কয়েকজন। তারা মেছো বাঘটিকে তাড়া দেয়। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বিলুপ্তপ্রায় এই প্রাণীটি। তারপরও গ্রামের ওই লোকজন ক্ষান্ত হয়নি। পুকুরে ঝাঁপিয়ে পড়ে লাঠি দিয়ে মেছো বাঘটির শরীরে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে‌।

বিজ্ঞাপন

মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন নুর আলম জানান, বিলুপ্তপ্রায় এই প্রাণীটি মানুষের তো কোনো ক্ষতি করেনি। তারপরেও মানুষ কেন এদের ওপর হামলা করে? প্রাণীটির মাথায় ব্যাপক আঘাতের কারণে রক্তক্ষরণ হচ্ছে। বাঁচা-মরার প্রশ্নের সম্মুখীন এখন।

মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফরউল্লাহ জানান, মেছো বাঘটি সুস্থ হলে জঙ্গলে তাকে অবমুক্ত করা হবে।