মাত্র ১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম)। ছবি: বার্তা২৪.কম

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম)। ছবি: বার্তা২৪.কম

মেধা ও যোগ্যতা থাকলে মাত্র ১০০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়া যাবে বলে জানিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম)।

রোববার (৯ জুন) মেহেরপুর পুলিশ সুপার কনফারেন্স রুমে বসে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, কোনো ব্যক্তি, সংগঠন ও সম্পর্ক বিবেচনায় পুলিশের চাকরি হবে না। স্বচ্ছতার ভিত্তিতে বাছাই ও নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। আগামী ২৪ জুন মেহেরপুর জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা ভালোভাবে দেয়ার আহ্বান জানান তিনি।

দালালদের দৌরাত্ম্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা জানতে পেরেছি প্রতারক চক্রের সদস্যরা ইতোমধ্যে চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি এসপি হিসেবে আপনাদেরকে নিশ্চিত করতে চাই, কোনো প্রকার লেনদেন করবেন না। লেনদেনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিজ্ঞাপন