গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

উল্টে যাওয়া যাত্রীবাহী বাস

উল্টে যাওয়া যাত্রীবাহী বাস

গাইবান্ধায় সচি পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শনিবার (৮ জুন) গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়ির ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বাসটির আহত যাত্রী গোফফার মিয়া ও মনোয়ার বেগম জানান, দিনাজপুরের ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা বাসটি গাইবান্ধা অভিমুখে যাচ্ছিলো। এক পর্যায়ে বুড়ির ঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায় বাসটি।

বিজ্ঞাপন

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বার্তা২৪.কমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। তাদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।