মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদারীপুরের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এমরান হাওলাদার (৩০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরে মস্তফাপুর বাস স্ট্যান্ডের উত্তর-দক্ষিণ পাশের একটি খুঁটিতে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমরান মস্তফাপুর এলাকার মৃত মো. হাফেজ হাওলাদারের ছেলে। তিনি একটি বেসরকারি বিদ্যুতের ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে এমরান বিদ্যুতের একটি খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার সহযোগীরা উদ্ধার তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘এ ব্যাপারে নিহতের পরিবার মামলা না করলে আমরা একটি অপমৃত্যু মামলা করব।’

বিজ্ঞাপন